বেক্সিমকো এলপিজির নতুন প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে মেহেদী হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। এই নতুন ভূমিকায় তিনি কোম্পানির বাজার সম্প্রসারণ ও গ্রাহকের আস্থা অর্জনের জন্য কাজ করবেন।
তিনি বেক্সিমকো এলপিজিতে ২০১৬ সালে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৮ সাল থেকে তিনি কোম্পানির সেলস ও মার্কেটিংয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিচক্ষণ নেতৃত্ব ও বিপুল অভিজ্ঞতা মাত্র চার বছরে প্রতিযোগিতামূলক বাজারে বেক্সিমকো এলপিজিকে একটি শক্ত অবস্থানে নিয়ে আসে।
এর আগে ২০০৫ সালে ইউনিলিভার বাংলাদেশে মেহেদী হাসান তার পেশাগত জীবন শুরু করেন। ইউনিলিভারে তার দীর্ঘ ১১ বছরের কর্মময় জীবনে তিনি গ্রাহক উন্নয়ন প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে বিপণন, বাণিজ্য উন্নয়ন, মার্চেন্ডাইজিং ও চ্যানেল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন।
শিক্ষাগত জীবনে মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।